October 13, 2025
kol high court11

বেশ কিছু সময় আগে খোয়া গেছে বেশ মোটা অঙ্কের জিনিস। সরকারি গোডাউন থেকে উধাও প্রাথমিকের ২ লক্ষ বই। চুরি যাওয়া সেই পরিমাণ বইয়ের বাজার মূল্য প্রায় ৩ কোটি টাকা। এই নিয়ে মামলা দায়ের হয়েছিল কলকাতা হাইকোর্টে।

মামলার শুনানিতে চুরি যাওয়া কত পাঠ্যবই উদ্ধার হয়েছে, সেই বিষয়ে রাজ্যের কাছে রিপোর্ট তলব করল প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ। ২০২২ সালের ইসলামপুর সার্কেলের এস আই (স্কুল ইনন্সপেকটর) অফিসের গোডাউন থেকে প্রায় ২ লক্ষ বই চুরির অভিযোগ ওঠে।

এই নিয়ে সেই বছরই ডিসেম্বর মাসে ইসলামপুর থানায় অভিয়োগ দায়ের হয়। এরপরই তদন্তে নামে পুলিশ। গ্রেফতার করা হয় গোডাউনের দায়িত্বে থাকা গণেশ মণ্ডল নামে এক ব্যাক্তিকে। রাজ্যের আইনজীবী অভিযুক্তদের গ্রেফতার ও চার্জশিট দেওয়ার কথা জানিয়ে বলেন, ইতিমধ্যেই প্রচুর পরিমাণে বই উদ্ধার হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *