April 19, 2025
adhar card 1

বড় রায় দিল আদালত, দেশের প্রায় প্রত্যেকটি নাগরিকের আধার কার্ড রয়েছে। আধার হল বিশ্বের বৃহত্তম বায়োমেট্রিক আইডি সিস্টেম। প্রায় সকল সরকারি কাজেই এটি দরকার হয়। তবে এই নথি দেখিয়ে কোনও ব্যক্তি নিজেকে ভারতের নাগরিক হিসেবে দাবি করতে পারেব না।

আধার কার্ড নাগরিকত্বের প্রমাণ নয়, সম্প্রতি এক জনস্বার্থ মামলার পর্যবেক্ষণে এমনটাই জানাল কলকাতা হাইকোর্ট। লোকসভা ভোটের আগে আচমকাই রাজ্যের বেশ কয়েকজন ব্যক্তির আধার কার্ড বাতিল হয়ে যায়। এর বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হয় এনআরসি বিরোধী জয়েন্ট ফোরাম।

এবার সেই জনস্বার্থ মামলার শুনানিতেই প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানমের বেঞ্চের পর্যবেক্ষণ, আধার কার্ড ভারতীয় নাগরিকত্বের প্রমাণ নয়। এই নথি কেবলমাত্র সরকারি পরিষেবা প্রদান ব্যবস্থার সরল করতে ব্যবহৃত হতে পারে। কারোর এই নথি বাতিল হয়ে গেলে কিংবা না থাকলে নাগরিকত্ব হারানোর ভয় পাওয়ার সম্ভাবনা নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *