বাঙালির কাছে দুর্গাপূজা একটা আবেগ। রাজ্য বা দেশের গন্ডি ছাড়িয়ে ইউনেস্কোর স্বীকৃতি পেয়ে বর্তমানে গোটা বিশ্বের দরবারে সমাদৃত বাঙালির দুর্গোৎসব। অপেক্ষা আর মাত্র হাতে গোনা কয়েকটা দিনের। আর তার আগে এবার দারুন পরিষেবা নিয়ে এল পরিবহন দফতর।
পরিবহন দপ্তরের নতুন প্রকল্পের মাধ্যমে বাস, ট্রাম, ভেসেল, ক্যাব-সহ সমস্ত ধরনের সরকারি গণপরিবহণে যাত্রা করা যাবে। এক টিকিটেই হয়ে যাবে কাজ। আলাদা আলাদা টিকিট কাটা বা ভাড়া দেওয়ার প্রয়োজন হবে না। মেট্রোতে যেমন নিজের ইচ্ছেমতো দাম দিয়ে স্মার্টকার্ড রিচার্জ করা যায়, এই কার্ডের ক্ষেত্রেও তেমন ব্যবস্থাই থাকবে।
এই প্রকল্পের মাধ্যমে যাত্রীরা যে কোনও জায়গা থেকে যে কোনও সময় অনলাইনে নিজেদের টিকিট রিজ়ার্ভেশন করতে পারবেন। সরকারের নয়া এই প্রকল্পে ‘আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স’ অর্থাৎ AI প্রযুক্তি ব্যবহার করা হবে।