April 19, 2025
mamata 5

সত্যি হলো চিন্তা, বড় ধাক্কা খেলো রাজ্য সরকার। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের ১২ লক্ষ ওবিসি সার্টিফিকেট বাতিল সংক্রান্ত একটি মামলা খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। মূল মামলাটি আদালতে চলছে, এরই মধ্যে রাজ্যের ওবিসি সার্টিফিকেট বাতিল সংক্রান্ত এই মামলা খারিজ হয়ে গেল সর্বোচ্চ আদালতে।

আগে গত ৩১ জানুয়ারি ওই মামলায় দুই বিচারপতির বেঞ্চ নির্দেশ দেয়, ওবিসি সার্টিফিকেট বাতিল নিয়ে হাই কোর্ট যে রায় দিয়েছে, তাতে হস্তক্ষেপ করবে না সুপ্রিম কোর্ট। এরপরই মামলাটি খারিজ করে দিয়েছে শীর্ষ আদালত। গত মে মাসে ২০১০ সালের পর থেকে অন্যান্য অনগ্রসর সম্প্রদায় ভুক্তদের দেওয়া সব শংসাপত্র বাতিল করে দেয় কলকাতা হাইকোর্টের বিচারপতি তপোব্রত চক্রবর্তী এবং বিচারপতি রাজাশেখর মান্থার ডিভিশন বেঞ্চ।

২০১১ সালে ক্ষমতায় আসার পর থেকে ৭৭টি পিছিয়ে পড়া সম্প্রদায়কে ওবিসির তালিকাভুক্ত করেছিল পশ্চিমবঙ্গ সরকার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *