November 21, 2024

তৃতীয়বার রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে ক্ষমতায় আসার পর থেকেই একাধিক প্রকল্প ঘোষণা করেছে মমতা সরকার। রাজ্যের সাধারণ মানুষের কথা ভেবেই এই প্রকল্পগুলো ঘোষিত হয়েছে। যার মধ্যে কন্যাশ্রী, রূপশ্রী, লক্ষ্মীর ভাণ্ডার অন্যতম।

জনসাধারণের আর্থিক ও সামাজিক উন্নতির স্বার্থে সকল বয়সের মানুষের জন্যই উপযুক্ত প্রকল্প নিয়ে এসেছে রাজ্য সরকার। এরই মধ্যে অন্যতম একটি হল স্কুলের ছাত্রছাত্রীদের জন্য স্বামী বিবেকানন্দ স্কলারশিপ। স্বামী বিবেকানন্দ স্কলারশিপের মাধ্যমে প্রতিবছর লক্ষাধিক পড়ুয়াকে আর্থিক সাহায্য প্রদান করা হয়।

মাধ্যমিক পাশের পর পড়ুয়াদের যোগ্যতা অনুযায়ী এই স্কলারশিপের আওতায় আনা হয়। যাতে পড়ুয়াদের শিক্ষার পথে আর্থিক বাধা আসে না সেই লক্ষ্যেই এই প্রকল্প। ইতিমধ্যেই এবছরের আবেদন পক্রিয়া শেষ হয়ে গিয়েছে। এই প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য অবশ্যই ৬০ শতাংশ নম্বর থাকতে হবে। এছাড়াও বিস্তারিত জানতে https://svmcm.wbhed.gov.in/ এই লিংকে ক্লিক করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *