বিগত বেশ কিছু বছর ধরে বিভিন্ন সময় একের পর এক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় হয়েছে পশ্চিমবঙ্গ। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতেই ফের ঝুলে রইল ২৫৭৫৩ জনের ভাগ্য।
গত এপ্রিল মাসে নিয়োগ দুর্নীতির দায়ে এসএসসি ২০১৬ সালের গোটা প্যানেল বাতিল করে কলকাতা হাইকোর্ট। যার জেরে এক ধাক্কায় চাকরি যায় প্রায় ২৬০০০ জনের। হাইকোর্টের রায়ের চব্বিশ ঘণ্টার মধ্যেই তার বিরোধীতা করে সুপ্রিম কোর্টে যায় রাজ্য সরকার, এসএসসি, মধ্যশিক্ষা পর্ষদ। পিছিয়ে গেল সেই মামলার শুনানি।
আদালত সূত্রে খবর, মামলা সংক্রান্ত বেশ কিছু নতুন আবেদন জমা পড়েছে। তাই শুনানি পেছনোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন মামলাকারীদের বক্তব্য ৪ সদস্যের কমিটিকে সোমবারের মধ্যে জানানো নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।