
ক্রমাগত বদলাতে থাকা আবহাওয়ার এই পরিস্থিতিতে ধীরে ধীরে বিদায় নিচে শীত, আগমন হচ্ছে গরমর। এবার পুরোপুরি বদলাচ্ছে আবহাওয়া। কখনও আংশিক মেঘলা আকাশ। এই আবহে হাওয়া অফিস জানাচ্ছে, আগামী কয়েকদিন রাজ্যের একাধিক জেলায় বৃষ্টি হতে পারে।
সেই সঙ্গেই চড়বে তাপমাত্রার পারদ। ভরা বসন্তে দক্ষিণবঙ্গ জুড়ে গ্রীষ্মের আমেজ! দোল উৎসবেও আবহাওয়া মোটামুটি একই থাকবে। কলকাতার তাপমাত্রা ৩৫-৩৬ ডিগ্রি সেলসিয়াস ছুঁতে পারে। নানান জেলার ক্ষেত্রে তা ৩৮ ডিগ্রির গণ্ডি পেরিয়ে যেতে পারে বলে পূর্বাভাস।
দোলের দিনও দক্ষিণবঙ্গে রোদ ঝলমলে আকাশ থাকবে। বৃষ্টির কোনও পূর্বাভাস দেয়নি আবহাওয়া দফতর। চলতি সপ্তাহে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই। আগামী চার-পাঁচ দিনে সর্বাধিক তাপমাত্রা ৫ ডিগ্রি সেলসিয়াস অবধি বাড়তে পারে।