April 19, 2025
FOOT BALL

১৯৩০ সাল থেকে ফুটবল বিশ্বকাপ শুরু হয়েছিল ।২০৩০ সালে সেই প্রতিযোগিতারই ১০০ বছর পূর্ণ হবে। যে কারণে ফিফা ওই বছরের বিশ্বকাপ বিশেষ ভাবে উদ্‌যাপন করতে চাইছে। প্রস্তাব করা হয়েছে, ২০৩০ সালের বিশ্বকাপের ওই প্রতিযোগিতায় ৬৪টি দল খেলবে । তবে এখনও পাকাপাকি ভাবে সিদ্ধান্ত নেওয়া হয়নি।মরক্কো, স্পেন এবং পর্তুগাল ২০৩০ সালের বিশ্বকাপের আয়োজক আর সেই সঙ্গে আর্জেন্টিনা, প্যারাগুয়ে এবং উরুগুয়েতেও ম্যাচ হবে।

 উরুগুয়ে ১৯৩০ সালে বিশ্বকাপের আয়োজক ছিল । ফাইনাল হয়েছিল উরুগুয়ে এবং আর্জেন্টিনার মধ্যে। প্রথম বিশ্বকাপে প্যারাগুয়েও খেলেছিল । ২০৩০ সালের বিশ্বকাপে এই তিনটি দেশেই একটি করে ম্যাচ হবে । ১০০ বছর পূর্ণ করার উপলক্ষেই এরূপ উদ্‌যাপন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সাধারণত ফুটবল বিশ্বকাপ ৩২টি দেশকে নিয়ে হলেও ২০২৬ সালে সেই বিশ্বকাপ হবে ৪৮টি দেশকে নিয়ে।  আমেরিকা, মেক্সিকো এবং কানাডা হবে আয়োজক।

 ফিফার এক কর্তার মতে, বিশ্বকাপের ১০০তম বছরে ৬৪টি দেশকে নিয়ে বিশ্বকাপ আয়োজনের প্রস্তাব দেওয়া হয়েছে। যদিও এটা হবে কি না তা এখনও নিশ্চিত ণোয়। ফিফা প্রেসিডেন্ট জিয়ানি ইনফ্যান্টিনোর এই প্রস্তাব পছন্দ হয়েছে বলেও জানা গিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *