October 13, 2025
kol high court5

বারংবার প্রশ্ন উঠেছে তাদের ভূমিকা নিয়ে। এবার আরও একবার কলকাতা হাইকোর্টের প্রশ্নের মুখে পড়েছে পুলিশ। ফের একটি মামলায় পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ উচ্চ আদালত। ‘এফআইআরের বদলে পুলিশ কেন জেনারেল ডায়েরি করেছিল?’ প্রশ্ন করেন বিচারপতি জয় সেনগুপ্ত।

পূর্ব মেদিনীপুরের বেতকুণ্ডু গ্রাম পঞ্চায়েতের বোর্ড গঠনের মিটিংয়ে বিজেপি নেতাদের মারধর করার অভিযোগ উঠেছিল। পরবর্তীতে পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টে মামলা করা হয়। তার শুনানিতেই উচ্চ আদালতের প্রশ্নের মুখে পড়ল পুলিশের ভূমিকা। বিজেপি নেতা গৌরহরি মণ্ডলের অভিযোগ, বেতকুণ্ডু গ্রাম পঞ্চায়েতে পদ্ম শিবিরের পঞ্চায়েত সদস্য সংখ্যা বেশি ছিল।

কিন্তু তা সত্ত্বেও বোর্ড গঠনে বাধা দিচ্ছিল তৃণমূল। অভিযোগ, এই নিয়ে বিজেপি পঞ্চায়েত সদস্যদের মারধর করা হয়। তবে পুলিশের কাছে গেলে তাঁরা বিষয়টিকে গুরুত্ব দিয়ে দেখেনি। এফআইআর দায়ের না করে জেনারেল ডায়েরি করে পুলিশ তদন্ত করেছিল বলে অভিযোগ বিজেপি নেতা গৌরহরির।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *