পানাগড় বাজারে আচমকা রাস্তার উপর ভেঙে পড়ল লাইট লাগানোর জন্য তৈরি বাঁশের তৈরি কাঠামো। এই ঘটনায় আহত হয় প্রায় ৬জন। যার মধ্যে একজন ইলেকট্রিক মিস্ত্রি বলে জানা গেছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার দুপুর ১২ টা নাগাদ পানাগড় বাজারে বাস স্টান্ডের সামনে পুরাতন জাতীয় সড়কের উপর। জানা গিয়েছে পানাগড় বাজারের উপর একটি ক্লাবের দুর্গাপুজোর জন্য বেশ কিছু গেট তৈরি করা হয়।
বাঁশের তৈরি সেই গেটে লাইট লাগানোর কাজ চলছিল। একটি গেট হটাৎ করে হুড়মুড়িয়ে কয়েকজন পথচারীর মাথার উপর পড়ে। ঘটনার সময় ওই রাস্তায় বড় কোন যানবাহন না থাকায় বড়সড় দুর্ঘটনার হাত থেকে রেহাই পাওয়া গেছে। দুর্ঘটনার পরেই খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কাঁকসা থানার পুলিশ। রাস্তার উপিরে বাঁশের তৈরি কাঠামো পরে যাওয়ায় পানাগড় বাজারে পুরাতন জাতীয় সড়কে যান চলাচল ব্যাহত হয়। ঘটনাস্থলে পুলিশ পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় আহতদের হাসপাতালে পাঠায়।