
সোমবার গভীর রাতে বাগুইহাটির রঘুনাথপুরে শীতলা কালীমন্দিরের তালা ভেঙে চুরি যায় মন্দিরের প্রণামী বাক্স। শীত পড়তেই মন্দিরে চুরি, এর আগেও এই মন্দিরে চুরির ঘটনা ঘটেছে একাধিকবার। মন্দির থেকে দান বাক্স চুরি করে মন্দিরের পিছনে ফাঁকা জায়গায় জঞ্জালের মধ্যে দানবাক্সের দুটি তালা ভেঙে দান বাক্সের টাকা উধাও, পড়ে রয়েছে দু টাকা পাঁচ টাকার কয়েন।
সাতসকালে মন্দিরে প্রণাম করতে এসে এক ভক্ত দেখে তালার ভাঙ্গা অবস্থায় রয়েছে, মন্দিরের ধারে দান বাক্স নেই এরপরেই খবর যায় মন্দির কমিটির কাছে। মন্দির কমিটির দাবি এই প্রণামী বাক্স বছরে ১ বার খোলা হয়। আনুমানিক প্রায় ৭০ থেকে ৮০ হাজার টাকা দান বাক্সে জমা হয়।
খবর দেয়া হয় বাগুইআটি থানার পুলিশকে। ঘটনার তদন্তে নেমেছে বাগুইহাটি থানার পুলিশ পূর্বতন রাজারহাট গোপালপুর পৌরসভার নিরাপত্তার জন্য বসানো সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে চোরের খোঁজ চালাচ্ছে।