January 22, 2025

সরকারি নির্দেশকে সঠিক কার্যকর করতে উদ্যোগী রাজ্য। সেই কারণেই প্রশাসনিক বৈঠক মমতা বন্দ্যোপাধ্যায়ের। বছরের শুরুতে কাজের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে দিতেই এই বৈঠক। কোন দপ্তরের কাজের অগ্রগতি কেমন, তা নিয়ে ইতিমধ্যে তৈরি হয়েছে রিপোর্ট কার্ড।

সেই কার্ড সামনে রেখে মন্ত্রী-আমলাদের কাজের পর্যালোচনা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সব ডিএম, এসপি, প্রশাসনিক আধিকারিকরা এই বৈঠকে থাকবেন। কোন কোন কাজ বছরের শুরুতেই অগ্রাধিকার দিয়ে করতে হবে তা ঠিক করে দেওয়া হবে।

সরকারি যে প্রকল্পগুলি চলছে তা আরও সহজে যাতে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া যায় সেই নিয়ে আলোচনা হতে পারে বৈঠকে। বছর ঘুরলেই রয়েছে বিধানসভা নির্বাচন। তার আগে এক বছরে প্রশাসনকে আরও চাঙ্গা করতে তৎপর মমতা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *