October 13, 2025
SIL 1

দেশীয় প্রযুক্তিতে তৈরি ‘মাউন্টেন গান সিস্টেম’-এর সফল প্রদর্শন করল ভারতের প্রতিরক্ষা মন্ত্রক। পাহাড়ি ও দুর্গম এলাকায় দ্রুত মোতায়েনযোগ্য এই অত্যাধুনিক কামান ভারতীয় সেনাবাহিনীর জন্য এক বড় সম্পদ হয়ে উঠবে বলে মনে করা হচ্ছে।

এই মাউন্টেন গান সিস্টেম সম্পূর্ণভাবে ভারতেই নির্মিত, যা আত্মনির্ভর ভারতের প্রতিরক্ষা ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এর ডিজাইন, প্রযুক্তি ও উৎপাদন সবকিছুই দেশীয় প্রতিভা ও দক্ষতায় তৈরি হয়েছে।

এই গান সিস্টেমটি হালকা ওজনের, দ্রুত চলাচলযোগ্য এবং যেকোনো ভূখণ্ডে অভিযানে মোতায়েন করা যায়। এতে রয়েছে আধুনিক দিক-নির্দেশক প্রযুক্তি ও নির্ভুল টার্গেটিং ক্ষমতা।

প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে, যুদ্ধের ময়দানে বিশেষ করে পাহাড়ি অঞ্চলে এই গান সিস্টেম অত্যন্ত কার্যকরী হবে।

দেশীয় প্রযুক্তির এই উন্নয়নে আরও এক ধাপ এগিয়ে গেল ভারতীয় প্রতিরক্ষা ক্ষেত্র।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *