October 12, 2025
31

বাঙালির কাছে দুর্গাপূজা একটা আবেগ। রাজ্য বা দেশের গন্ডি ছাড়িয়ে ইউনেস্কোর স্বীকৃতি পেয়ে বর্তমানে গোটা বিশ্বের দরবারে সমাদৃত বাঙালির দুর্গোৎসব। প্রতিবছরই দুর্গাপুজোয় মণ্ডপ, প্রতিমা, আলোকসজ্জা, সেজে ওঠে চারদিক। দুর্গাপূজার আগেই পুর নিগমের প্রতিটি ওয়ার্ড এলাকায় রাস্তাঘাট, ড্রেন সহ সর্বত্র সংস্কার কাজ সম্পন্ন করার লক্ষ্যে কাউন্সিলরদের নিয়ে পুর নিগমের কাউন্সিল হলে এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়।

আসন্ন দুর্গাপূজাকে কেন্দ্র করে আগরতলা শহরকে পরিচ্ছন্ন ও সুন্দর করে তুলতে দ্রুত গতিতে উন্নয়নমূলক কাজ সম্পন্ন করার উদ্যোগ নিয়েছে আগরতলা পুর নিগম। পুর নিগমের কনফারেন্স হলে এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়, যেখানে উপস্থিত ছিলেন মেয়র দীপক মজুমদারসহ পুর নিগমের সমস্ত কাউন্সিলররা।

বৈঠকে মূলত প্রতিটি ওয়ার্ড এলাকায় অসম্পূর্ণ রাস্তাঘাট, ড্রেন ও সৌন্দর্যায়ন কাজ দ্রুত শেষ করার ওপর বিশেষ জোর দেওয়া হয়। মেয়র দীপক মজুমদার স্পষ্টভাবে জানিয়ে দেন, শহরের প্রতিটি ওয়ার্ডে উন্নয়নমূলক কার্যক্রম দ্রুত সম্পন্ন করতে হবে, যাতে দুর্গাপূজা চলাকালীন সাধারণ মানুষকে কোনো সমস্যার সম্মুখীন হতে না হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *