November 21, 2024

সম্প্রতি এক ঘটনায় বেশ সাড়া পড়েছিল রাজ্যের রাজনীতিতে, যার কারণে হারাতেও হয় মন্ত্রিত্ব পদ। বন দফতরের এক মহিলা কর্মীকে অপমান করার অভিযোগ উঠেছিল অখিল গিরির বিরুদ্ধে। সেই জল গড়িয়ে তাঁকে মন্ত্রীর পদ থেকে ইস্তফা দেওয়ার নির্দেশ দেওয়া হয়। এরপর চলছিল জল্পনা, অবশেষে প্রকাশ্যে এল রাজ্যের নতুন কারামন্ত্রীর নাম।

এবার তাঁর উত্তরসূরি হিসেবে বেছে নেওয়া হল রাজ্যের আর এক মন্ত্রী চন্দ্রনাথ সিনহাকে। বোলপুরের বিধায়ক তথা রাজ্যের ক্ষুদ্র ও কুটির শিল্প মন্ত্রীর হাতে তুলে দেওয়া হল নতুন দায়িত্ব। ক্ষুদ্র, কুটির এবং বস্ত্র শিল্প দফতরের পাশাপাশি এবার তাঁকে কারা দফতরও সামলাতে হবে।

সম্প্রতি বন দফতরের এক মহিলা আধিকারিককে হুমকি দেওয়ার অভিযোগ ওঠে পশ্চিমবঙ্গের সদ্য প্রাক্তন কারামন্ত্রী অখিলের বিরুদ্ধে। যে রাজ্যের মুখ্যমন্ত্রী একজন মহিলা, সেখানে কীভাবে একজন মহিলা আধিকারিককে এমন পরিস্থিতির সম্মুখীন হতে হয়, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *