
রেল যাত্রীদের কথা মাথায় রেখে বড় সুখবর রেল কতৃপক্ষের তরফে। রেল পরিষেবাকে ভারতের লাইফলাইন বলা হয়ে থাকে। গত ২২ এপ্রিল কেন্দ্রীয় রেল মন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সাথে সাক্ষাৎ করে রাজ্যের রেল যোগাযোগ ব্যবস্থায় আরও নতুন এক্সপ্রেস ট্রেন যুক্ত করা সহ পরিষেবার আরও অত্যাধুনীকিকরণের দাবি জানিয়েছিলেন সাংসদ বিপ্লব কুমার দেব।
দাবিগুলির মধ্যে অন্যতম ছিল, জনসাধারণের সুবিধাকে প্রাধান্য দিয়ে গৌহাটি-আগরতলার মধ্যে শীঘ্রই একটি নতুন ট্রেন যুক্ত করা। দাবি জানানোর এক মাসের মধ্যেই এক চিঠির মাধ্যমে বিপ্লব কুমার দেবকে নতুন রেল পরিষেবার অনুমোদনের বিষয়ে জানিয়েছেন কেন্দ্রীয় রেলমন্ত্রী শ্রী অশ্বিনী বৈষ্ণব l
বলা চলে, বিপ্লব কুমার দেব মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করার পর থেকে রাজ্যের রেল পরিষেবায় যুক্ত হয়েছে বেশ কিছু এক্সপ্রেস ট্রেন সহ অন্যান্য ট্রেন পরিষেবা। উত্তর পূর্বাঞ্চলের মধ্যে গৌহাটির সাথে যোগাযোগ সহজতর হলে, বাড়বে যাত্রী সাচ্ছন্দ।