April 19, 2025
Sanjay malhotra rbi

শেষ হতে চলেছে মেয়াদ, দায়িত্ব পেতে চলেছেন নতুন লোক। বড় আপডেট, জানা গিয়েছে পরিবর্তন হতে চলেছে RBI -এর গভর্নর। নতুন গভর্নর হবেন সঞ্জয় মালহোত্রা। আগামী ৩ বছরের জন্য তিনি ওই পদে স্থলাভিষিক্ত হবেন। RBI-এর বর্তমান গভর্নর শক্তিকান্ত দাসের মেয়াদ ১০ ডিসেম্বর শেষ হচ্ছে।

এদিকে, ২০২২ সালে ডিপার্টমেন্ট অফ ফিনান্সিয়াল সার্ভিসেজের সচিব সঞ্জয় মালহোত্রাকে রিজার্ভ ব্যাঙ্কের ডাইরেক্টর হিসেবে মনোনীত করা হয়েছিল। সঞ্জয় মালহোত্রা হলেন রাজস্থান ক্যাডারের ১৯৯০ ব্যাচের IAS অফিসার। ২০২০ সালের নভেম্বরে তিনি REC-র চেয়ারম্যান এবং MD হন।

এর আগে সঞ্জয় মিনিস্ট্রি অফ পাওয়ারের অ্যাডিশনাল সেক্রেটারি পদেও কর্মরত ছিলেন। সঞ্জয় মালহোত্রা আইআইটি কানপুর থেকে ইঞ্জিনিয়ারিং ডিগ্রি পান। তারপরে তিনি প্রিন্সটন বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স সম্পন্ন করেন। গত ৩০ বছর ধরে, মালহোত্রা পাওয়ার, ফাইনান্স, ট্যাক্সেশন, আইটি এবং খনি সংক্রান্ত বিভাগে কাজ করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *