
বিগত বেশ কিছু বছর ধরে বিভিন্ন সময় একের পর এক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় হয়েছে পশ্চিমবঙ্গ। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতেই রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী বর্তমানে জেলবন্দি পার্থ চট্টোপাধ্যায়।
নিয়োগ দুর্নীতি মামলায় পার্থর বিরুদ্ধে কেন্দ্রীয় এজেন্সি সিবিআইয়ের চার্জশিটে অনুমোদন দিয়ে দিল রাজভবন। গত ১ অক্টোবর পার্থকে গ্রেফতার করেছিল সিবিআই। গ্রেফতারির ৮৮ দিনের মাথায় পার্থ সহ অন্যান্য অভিযুক্তদের বিরুদ্ধে আদালতে দ্বিতীয় সাপ্লিমেন্টারি চার্জশিট জমা করেছিল সিবিআই। সেখানে পার্থকেই এই দুর্নীতি কাণ্ডের মূল ‘মাস্টার মাইন্ড’ হিসেবে দাবি করা হয়েছে।
কেন্দ্রীয় এজেন্সির তরফ থেকে রাজ্যপালের কাছে চার্জশিট পাঠানো হয়েছিল, তাতে অনুমোদন দিয়েছেন তিনি। ইতিমধ্যেই সেই চার্জশিটের কপি আদালতে জমা করে দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ফলে এবার প্রাক্তন শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে চার্জ গঠনের দিকে সিবিআই আরও এক ধাপ এগোল বলে মনে করা হচ্ছে।