November 21, 2024

বিগত বেশ কিছু বছর ধরে বিভিন্ন সময় একের পর এক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় হয়েছে পশ্চিমবঙ্গ। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতেই বিপাকে পার্থ চট্টোপাধ্যায়!

এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় ২০২২ সালে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করে ইডি। পরে একই মামলাতে তাকে গ্রেফতার করে সিবিআই। এদিকে সম্প্রতি প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় প্রাক্তন শিক্ষামন্ত্রীকে গ্রেফতার করেছে সিবিআই।

এবার সেই মামলাতেই পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে জোরাল তথ্য প্রমাণ আদালতে পেশ করতে তৎপর কেন্দ্রীয় সংস্থা। সিবিআই বিশেষ আদালতে এই মামলায় জামিনের জন্য আবেদন জানিয়েছেন পার্থ চট্টোপাধ্যায়। ১৩ নভেম্বর এই সংক্রান্ত মামলার শুনানির সম্ভাবনা রয়েছে। এরই মধ্যে বিচারকের কাছে তিন সাক্ষীর গোপন জবানবন্দি করাতে আইনি প্রক্রিয়া শুরু করে দিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ওই তিন সাক্ষী আদালতে গোপন জবানবন্দি দিতে রাজি হয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *