November 21, 2024

দিন প্রতিদিন বেড়ে চলেছে বাজারদর। বাড়তে থাকা প্রতিটা জিনিসের কারণে মধ্যবিত্তের রাত্রের ঘুম উড়ে গিয়েছে। এই পরিস্থিতিতে কিছুটা যেন স্বস্তি মিলল। পেঁয়াজের যোগান জনিত সমস্যা দূরীকরণে এবার বড় উদ্যোগ রাজ্য সরকারের। বর্তমান সময়ে বাজারে প্রায় ৫০ টাকা কিলো দরে বিকোচ্ছে পেঁয়াজ।

পেঁয়াজের এই মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে ভিন রাজ্যের ওপর নির্ভরতা কম করতে এবার জেলায় জেলায় উৎপাদন এবং সংরক্ষণের উপর জোর দিচ্ছে রাজ্য। রাজ্যে পেঁয়াজের উৎপাদন ও সংরক্ষণের জন্য পশ্চিমাঞ্চলের ৬ জেলার ৭ হাজার বিঘা জমিকে চিহ্নিত করা হয়েছে।

সেই জমিতে অর্থকরী ফসল হিসেবে আগামী খরিফ মরশুম থেকে শুরু হয়ে যাবে পেঁয়াজের চাষ। আর তা সংরক্ষণ করতে তৈরী হবে গোলা। ইতিমধ্যেই এই বিষয়ে দশ জেলায় ৯১৭ টি গোলা তৈরি করার জন্য ভর্তুকি হিসেবে ৬ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *