July 9, 2025
clg studnt 3

শিক্ষার্থীদের সুবিধার্থে একাধিক রদবদল করা হচ্ছে নিয়মে, রাজ্যের কলেজে ভর্তির প্রক্রিয়া আরো সহজ করতে বড় পরিবর্তন আনা হতে চলেছে পোর্টালে। পড়ুয়াদের যাতে কোনো সমস্যা না হয় সেজন্য কলেজে ভর্তির কেন্দ্রীয় পোর্টাল অর্থাৎ আন্ডার গ্র্যাজুয়েট সেন্ট্রালাইজড অ্যাডমিশন পোর্টালে যুক্ত করা হতে পারে কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর চ্যাটবট।

গত বছর বিভিন্ন কলেজ এবং সাবজেক্ট কম্বিনেশন নির্বাচন করার সময় সমস্যা হওয়ার অভিযোগ করেছিলেন পড়ুয়াদের একাংশ। সেই প্রেক্ষিতেই এবার পড়ুয়াদের সমস্যা কমাতে ভর্তির প্রক্রিয়া আরো সহজ করার উদ্যোগ নেওয়া হয়েছে। কলেজে ভর্তির কেন্দ্রীয় পোর্টালের মাধ্যমে আবেদন করলে চ্যাটবটের মাধ্যমেই সব প্রশ্নের উত্তর তারা পেয়ে যাবেন। এর ফলে কারোর সাহায্য ছাড়া পড়ুয়ারা নিজেরাই ফর্ম ফিলাপ করতে পারবেন।

পড়ুয়ারা যাতে সহজে ফর্ম ফিল আপ করতে পারেন সেকথা মাথায় রেখেই কিছু পরিবর্তন করা হচ্ছে পোর্টালে। প্রসঙ্গত, ইতিমধ্যেই উচ্চমাধ্যমিক পরীক্ষা, সিআইএসসি এর দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষা আইএসসি এবং সিবিএসই এর দ্বাদশ শ্রেণির পরীক্ষার ফল ঘোষণা করা হয়ে গিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *