April 19, 2025
schl student 3

আসন্ন স্বাধীনতা দিবস, মাঝে বাকি আর মাত্র আর মাত্র এক দিন। এই বিশেষ দিনে দেশের প্রায় প্রত্যেকটি স্কুলে নানান অনুষ্ঠান পালন করা হয়। এবার স্বাধীনতা দিবসের প্রাক্কালে সরকারি বিদ্যালয়গুলির উদ্দেশে জারি করা হল নয়া নির্দেশিকা।

শুধুমাত্র স্বাধীনতা দিবস নয়, সারা বছর যাতে বিদ্যালয়ে দেশাত্মবোধক পরিবেশ বজায় থাকে, সেই কারণে অভিনব সিদ্ধান্ত নিয়েছে রাজ্য। এতদিন অবধি স্কুল পড়ুয়ারা শিক্ষক-শিক্ষিকাকে দেখলে সাধারণত ‘সুপ্রভাত’ বলতো। তবে এবার থেকে শিক্ষক-শিক্ষিকা অথবা অন্য কোনও পড়ুয়ার সঙ্গে দেখা হলে ‘জয় হিন্দ’ বলে সম্মান জানাতে হবে।

সরকারি বিদ্যালয়ে যাতে পৃথক দেশাত্মবোধক একটা পরিবেশ তৈরি হয়, সেই কারণে এই সিদ্ধান্ত নিয়েছে হরিয়ানা রাজ্য। পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীরা যাতে নিজের দেশকে ভালোবাসে, সেটা চান শিক্ষা দফতরের অধিকর্তারা। সেই কারণেই এই নিয়ম চালু করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *