
বিগত বেশ কিছু বছর ধরে বিভিন্ন সময় একের পর এক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় হয়েছে পশ্চিমবঙ্গ। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতেই সম্প্রতি ছাড়া পেয়েছেন অনুব্রত মন্ডল।
এদিকে অনুব্রত মন্ডল বনাম কাজল শেখের অনুগামীদের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্বের জেরে ফের উত্তপ্ত বীরভূম। এলাকায় কার দাপট বেশি তা নিয়ে আরও একবার প্রকাশ্যে এল তৃণমূলের দুই দাপুটে নেতার গোষ্ঠীর লড়াই। একদিকে অনুব্রত মণ্ডলের অনুগামীদের বাঁশ-লাঠি দিয়ে মারধরের অভিযোগ উঠল তো অন্যদিকে কঙ্কালীতলায় কাজল শেখের অনুগামীর বাড়ি সামনে বোমাবাজির অভিযোগ উঠল।
গোটা ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে আশেপাশের এলাকায়। মাঝরাতে, গ্রামেরই একটি মাঠ থেকে ওই তৃণমূলকর্মীকে উদ্ধার করে তাঁর পরিবারের লোকজন। বর্তমানে বোলপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আক্রান্ত ওই তৃণমূল কর্মী। নয়ন শেখের দাবি, অনুব্রত মণ্ডলের অনুগামী হওয়ার কারণেই তাঁর উপর এই হামলা করা হয়েছে।