মুখ থুবড়ে পড়লো সরকার, রাজ্যের বিরুদ্ধে গেলো রায়। ২০১০ সালের পর থেকে অন্যান্য অনগ্রসর সম্প্রদায় ভুক্তদের দেওয়া সব শংসাপত্র বাতিল করে দেয় কলকাতা হাইকোর্ট। এবার হাইকোর্টের সেই রায়ের উপর স্থগিতাদেশ চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ রাজ্য সরকার।
ক্ষমতায় আসার পর থেকে ৭৭টি পিছিয়ে পড়া সম্প্রদায়কে ওবিসির তালিকাভুক্ত করেছিল পশ্চিমবঙ্গ সরকার। এদিকে দু’মাস আগে ২০১১ সাল থেকে জারি হওয়া সমস্ত ওবিসি সার্টিফিকেট বাতিল হয় কলকাতা হাইকোর্টের রায়ে। যার জেরে এক ধাক্কায় ৫ লক্ষ ওবিসি শংসাপত্র বাতিল হয়েছে।
উচ্চ আদালতের সেই রায়ের বিরোধীতা করে এবার শীর্ষ আদালতের দরবারে রাজ্য। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এই ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চে এই মামলা ওঠে। শীর্ষ আদালত অবশ্য এদিন হাইকোর্টের রায়ে স্থগিতদেশ দেয়নি। সুপ্রিম কোর্ট তরফে জানানো হয়েছে, ২৭ অগস্ট মঙ্গলবার ফের এই মামলা শুনানির জন্য উঠতে পারে।