April 19, 2025
cm and pm 5

বর্তমান শাসকদল বাংলার ক্ষমতায় আসার পর থেকেই কেন্দ্র সরকারের বিরুদ্ধে একাধিক অভিযোগ রাজ্য সরকারের। একাধিক কারণ নিয়ে কেন্দ্র-রাজ্য সংঘাত পশ্চিমবঙ্গের বহু পুরনো ঐতিহ্য। সম্প্রতি কেন্দ্রীয় বাজেট পেশের পর ফের একবার সুর চড়ান তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।

এই আবহে রাজ্যকে টাকা দিল কেন্দ্র। জানুয়ারি মাসের শেষ সপ্তাহে ৫২৭০ কোটি টাকা দিয়েছিল কেন্দ্রীয় সরকার। এরপর ফের চলতি ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে ২১৩০ কোটি টাকা দেওয়া হয়। খাদ্য ভর্তুকি খাতে রাজ্যকে টাকা দিয়েছে কেন্দ্র। খাদ্য ভর্তুকি খাতে কেন্দ্র কেন রাজ্যকে টাকা দিচ্ছে না, সেই অভিযোগে সরব হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপরেই জানা যায়, রাজ্যকে টাকা দেওয়ার খবর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *