
রাজ্যের সাধারণ মানুষের কথা ভেবেই সব সময় একাধিক ঘোষিত হয়। নয়া লক্ষ্য নিয়েছে রাজ্য সরকার, বিভিন্ন দপ্তরে শূন্যপদগুলি পূরণ করার জন্য পুরোদমে চেষ্টা করছে রাজ্য সরকার। ছাত্রছাত্রীদের পড়াশুনা করার সুবিধার্থে তাদের জন্য সব জায়গায় স্পেশাল কোচিং সেন্টারের বন্দোবস্ত করছে সরকার।
পাশাপাশি নিজেদের দায়িত্ব পালনে আরো সচেতন হতে হবে সরকারি কর্মচারীদের। আগরতলার মুক্তধারা প্রেক্ষাগৃহে শিক্ষা (বিদ্যালয়) দপ্তর এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের বিভিন্ন পদে অফার বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে একথা বলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা।
অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ডাঃ সাহা বলেন, স্বচ্ছতার মাধ্যমে কিভাবে চাকরি দেওয়া যায় সেটা বিগত কয়েক বছরে দৃষ্টান্ত রেখেছে ত্রিপুরা সরকার। মোট ২২২ জন নির্বাচিত প্রার্থীর হাতে অফার বন্টন করা হচ্ছে। স্বচ্ছ প্রক্রিয়ায় এই নিয়োগের ধারা আগামীতেও অব্যাহত রাখা হবে। এখন পর্যন্ত ডাই ইন হারনেস সহ ১৯,৪৮৪ জনকে চাকরি প্রদান করেছে বর্তমান সরকার।