সম্প্রতি মহানগরীর বুকে এক উত্তাল পরিস্তিতির সৃষ্টি হয়েছে আরজি করে তরুণী চিকিৎসকের মৃত্যুর ঘটনায়। এই ঘটনায় এক মাস ধরে রাজ্যজুড়ে যে আন্দোলনের ঝড় চলেছে সে বিষয়ে সকলেই অবগত। গ্রেফতার হয়েছেন আরজিকর এর প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ।
এবার আরজিকর কাণ্ডে এল বড় আপডেট। মূর্তি বসছে নিহত ‘তিলোত্তমা’র। আরজিকর মেডিকেল কলেজের প্ল্যাটিনাম জুবিলি বিল্ডিংয়ের সামনে বসানো হবে নিহত মহিলা চিকিৎসকের আবক্ষ মূর্তি। মাতৃ আরাধনার সূত্রপাতের প্রথম দিনটিকেই মূর্তি স্থাপনের জন্য বেছে নিয়েছেন তিলোত্তমার সহকর্মীরা।
জুনিয়র চিকিৎসকদের সিদ্ধান্তেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। জুনিয়র চিকিৎসকদের তরফে জানানো হয়েছে, ২ তারিখ মহালয়ার দিন সকাল ১১ টায় বসানো হবে তিলোত্তমার ভাস্কর্য। ফাইবার গ্লাসের এই ভাস্কর্য তৈরি করছেন পূর্ব মেদিনীপুরের মেচেদার শিল্পী অশোক সাঁই। আরজিকরে মার্বেলের বেদীর উপরে বসানো হবে ভাস্কর্য। মূর্তি উন্মোচনের পরেই জুনিয়র চিকিৎসকদের মহামিছিল এবং মহাসমাবেশ রয়েছে।