
বিগত বেশ কিছু বছর ধরে বিভিন্ন সময় একের পর এক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় হয়েছে পশ্চিমবঙ্গ। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতেই দীর্ঘ ২ বছরের বেশি সময় ধরে জেলবন্দী রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।
এবার এই প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় বিজেপি নেতা অরুণ হাজরাকে সমন পাঠানোর নির্দেশ দিল CBI-এর বিশেষ আদালত। জানা যাচ্ছে, একমাসের মধ্যে তাঁকে আদালতে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আগেই কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই-এর চার্জশিটে উল্লেখ করা হয়েছিল, এজেন্ট দিয়ে চাকরি বিক্রির নামে মোট ৭৮ কোটি টাকা বাজার থেকে তুলেছিলেন অরুণ হাজরা। সিবিআই সূত্রের দাবি ওই টাকার বেশিরভাগটাই তুলে দেওয়া হয়েছিল কালীঘাটের কাকু ওরফে সুজয়কৃষ্ণ ভদ্রকে।