বিগত বেশ কিছু বছর ধরে বিভিন্ন সময় একের পর এক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় হয়েছে পশ্চিমবঙ্গ। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতেই একটি মামলায় কলকাতার একটি সংস্থাকে ক্লিনচিট দিল সুপ্রিম কোর্ট।
মহারাষ্ট্রের ৩টি কয়লা ব্লক থেকে কয়লা উত্তোলনের দায়িত্ব পায় কর্ণাটক পাওয়ার কর্পোরেশন লিমিটেড। এই সংস্থা এবং কলকাতার ইস্টার্ন মিনারেল অ্যান্ড ট্রেডিং এজেন্সি যৌথ উদ্যোগে কর্ণাটক এমটা কোল মাইনস লিমিটেড তৈরি করে কর্ণাটক পাওয়ার কর্পোরেশন লিমিটেডকে বেল্লারি থার্মাল পাওয়ার স্টেশনে ক্যাপটিভ ব্যবহারের খাতিরে বরাদ্দ কয়লা খনিগুলি পরিচালনা এবং উন্নয়ন করতে।
কর্ণাটক পাওয়ার কর্পোরেশন লিমিটেড এবং ইস্টার্ন মিনারেল অ্যান্ড ট্রেডিং এজেন্সির বিরুদ্ধে ৫৩.৩৭ কোটি টাকা অবৈধভাবে লাভের অভিযোগ উঠেছিল। বিশেষ সিবিআই আদালতে ওই দুই সংস্থাকে দোষী সাব্যস্ত করা হলে তারা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়। এবার সেখানে তাদের পক্ষে রায় দিল শীর্ষ আদালত।