
শ্রমিকদের ন্যুনতম মজুরি নিয়ে নানা অভাব অভিযোগ রয়েছে। সেই সমস্যা সমাধানে শিলিগুড়িতে গঠিত হয়েছে মিনিমাম ওয়েজেস অ্যাডভাইসারি বোর্ড৷ বৃহস্পতিবার এই বোর্ডের তৃতীয়তম বৈঠক অনুষ্ঠিত হলো শিলিগুড়িতে।বৈঠকে উপস্থিত ছিলেন মিনিমাম ওয়েজেস অ্যাডভাইসারি বোর্ডের চেয়ারম্যান গৌতম দেব। এদিন শিলিগুড়ি স্টেট গেস্ট হাউসে মিনিমাম ওয়েজেস অ্যাডভাইসারি বোর্ডের চেয়ারম্যান গৌতম দেবের উপস্থিতিতে কেন্দ্রীয় শ্রমিক সংগঠনের নেতৃত্ব ও শ্রমিক আধিকারিকদের সঙ্গে বৈঠক হয়।
এছাড়াও এদিনের এই বৈঠকে বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা করা হয়। বৈঠক শেষে চেয়ারম্যান গৌতম দেব বলেন,বোর্ডের মূল লক্ষ্য হবে শ্রমিক, মালিক ও সরকারের মধ্যে সুসম্পর্ক গড়ে তোলা। এতে কাজের গতি অনেক বেড়ে যাবে বলে তিনি আশা প্রকাশ করেন। তিনি আরও জানান,সময়ে সময়ে বৈঠক করে সবার সুযোগ-সুবিধা ও অসুবিধার সমাধান করা হবে। যে কারণে এদিনের এই বৈঠকে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে যে পুজোর পরে একটি নির্দিষ্ট তারিখে কলকাতায় শ্রম মন্ত্রীর সাথে বিশেষ বৈঠক করা হবে।এই বৈঠকে সকলেই উপস্থিত থাকবেন। বৈঠকে যা সিদ্ধান্ত হবে সেই মতো কাজ করা হবে।