April 19, 2025
yellow taxi

ধীরে ধীরে মুছে যাচ্ছে মহানগরী কলকাতার এক একটি ঐতিহ্য। মহানগরী বুকে যেমন ট্রামের অস্তিত্ব মুছে গিয়েছে তেমনই এবার ধীরে ধীরে মুছে যাবে হলুদ ট্যাক্সির চিহ্ন। বর্তমানে শহর কলকাতায় প্রায় ৭,০০০ হলুদ অ্যাম্বাস্যাডর ট্যাক্সি রয়েছে।

এর মধ্যে ১৫ বছরের নিয়মের জেরে চলতি বছরই প্রায় ৪৫০০ ট্যাক্সি বসে যাচ্ছে। এদিকে হিন্দমোটর ইতিমধ্যেই অ্যাম্বাস্যাডর তৈরি করা বন্ধ করে দিয়েছে। ফলে ধীরে ধীরে শহর কলকাতার রাস্তা থেকে হলুদ ট্যাক্সি গায়েব হয়ে যাবে।

২০০৮ সালে কলকাতা হাইকোর্টের তরফ থেকে নির্দেশ দেওয়া হয়, কোনও বাণিজ্যিক গাড়ির মেয়াদ ১৫ বছর হয়ে গেলে সেটা আর রাস্তায় নামানো যাবে না। এই নিয়মের ফলে চলতি বছরই প্রায় ৪৫০০ হলুদ ট্যাক্সি বাতিলের খাতায় জমা হয়েছে কিংবা হতে চলেছে। আগামী বছর সেই তালিকায় আরও ২৫০০ হলুদ ট্যাক্সির নাম জুড়বে বলে খবর। এরপর আর হাতেগোনা কয়েকটাই দেখা যাবে মহানগরীর রাস্তায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *