April 19, 2025
rain

ফের বন্যা পরিস্থিতির অবনতি ঘাটাল পৌর এলাকা সহ বেশ কয়েকটি গ্রাম পঞ্চায়েত এলাকায়,ইতিমধ্যে ঘাটাল পৌরসভার আড়গোড়া চাতালে উঠেছে হাটু সমান বন্যার জল। ঘাটাল দাসপুর চন্দ্রকোনার একাধিক গ্রাম পঞ্চায়েত এলাকা জলমগ্ন, কৃষি জমি জলের তলায় রাস্তাঘাট জলের তলায়, ঘাটালে যাতায়াতের ক্ষেত্রে এখন একমাত্র অবলম্বন ডিঙ্গি বা নৌকো। ঘাটালের মহকুমাশাসক সুমন বিশ্বাস বলেন পুরো পরিস্থিতির উপর নজরদারি চালাচ্ছে প্রশাসন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *