April 19, 2025
tmc3

বিগত বেশ কিছু বছর ধরে বিভিন্ন সময় একের পর এক দুর্নীতির অভিযোগ নিয়ে তোলপাড় হয়েছে পশ্চিমবঙ্গ। যতদিন এগিয়ে চলেছে ততই প্রকাশ্যে এসেছে একের পর এক তথ্য, নাম জড়িয়েছে একাধিকের। এই পরিস্থিতিতেই এবার এক তৃণমূল নেত্রীর বিরুদ্ধে উঠল গুরুতর অভিযোগ।

চাকরির প্রতিশ্রুতি দিয়ে লাখ টাকা ঘুষ নেওয়ার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। দুর্গাপুর স্থানীয় সূত্রে খবর, অন্ডাল ব্লকের মদনপুর গ্রাম নিবাসী মধুমিতা মুখোপাধ্যায় আইসিডিএসে চাকরির আর্জি জানিয়ে অন্ডাল ব্লক সভানেত্রী সুজাতা বসু সরকারের সঙ্গে কথা বলেন। অভিযোগ, চাকরি পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেওয়ার পাশাপাশি মধুমিতার থেকে টাকা চান তৃণমূল নেত্রী।

সেই অনুযায়ী টাকা দেওয়া হলেও অঙ্গনওয়াড়ি কেন্দ্রে চাকরি মেলেনি বলে অভিযোগ। এদিকে চাকরি না পেয়ে তৃণমূল নেত্রীর থেকে টাকা ফেরত চান মধুমিতা। এরপর সুজাতা তাঁকে ৫০,০০০ টাকা ফিরিয়ে দেন। তবে বাকি টাকা ফেরত দিতে অস্বীকার করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *