
যত সময় এগিয়ে চলেছে ততই বদলে চলেছে যুগ, যুগের সাথে তাল মিলিয়ে বদলে চলেছে সমস্ত কিছু। রাজ্যের সাধারণ মানুষের কথা ভেবেই সব সময় একাধিক ঘোষণা করা হয়। সম্প্রতি বসানো হচ্ছিলো বিদ্যুতের স্মার্ট মিটার। তবে এবার স্মার্ট মিটার বাতিল সহ চার দফা দাবিতে ডেপুটেশন দিল ত্রিপুরা মহিলা সংগ্রাম সমিতি।
সমিতির নেতৃত্বরা বলেন, রাজ্যের বিভিন্ন মহকুমায় বিদ্যুৎ ভোক্তারা বিদ্যুৎ বিল নিয়ে চরম হয়রানির শিকার হচ্ছে। কোথাও অসামনজস্য বিদ্যুৎ বিল, আবার এমনও দেখা গেছে, আগের তুলনায় দ্বিগুণের ও বেশি বিদ্যুৎ বিল আসছে ভোক্তাদের। বেশিরভাগ ক্ষেত্রেই ভোক্তারা জানতেই পারছেনা কি পরিমান বিদ্যুৎ সংশ্লিষ্ট ভোক্তারা খরচ করেছে।
ফলে একটা বড় অংশের বিদ্যুৎ ভোক্তাদের কাছ থেকে যেমন অতিরিক্ত বিল আদায় করা হচ্ছে, তেমনি বিদ্যুৎ ভোক্তাদের একটা বড় অংশ চরম হয়রানির শিকার হচ্ছে। দেখা গেছে, বেশিরভাগ ক্ষেত্রে যেখানে খ্যার্ট মিটার বসানো হয়েছে এবং বিদ্যুৎ পরিষেবা বেসরকারি যে সকল এলাকায় বেসরকারি কোম্পানিগুলো হাতে তুলে দেওয়া হয়েছে সংশ্লিষ্ট ভোক্তাদের সবচেয়ে বেশি পকেট কাটা হচ্ছে।