সরকারি রাস্তা তৈরিতে বাধা দেওয়ার অভিযোগ। বিজেপি মেম্বারের স্বামী ও বিজেপি নেতার বাড়ি ঘেরাও করে বিক্ষোভ দেখালো গ্রামবাসীরা। ঘটনা ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি মালদার ইংলিশ বাজার ব্লকের কাজিগ্রাম, গ্রাম পঞ্চায়েতের ৫২ বিঘা এলাকা। গ্রামবাসী এবং স্থানীয় পঞ্চায়েত সমিতির মেম্বারের অভিযোগ, দীর্ঘ কয়েক বছর ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে এই রাস্তা।
অবশেষে টেন্ডার প্রক্রিয়ার মাধ্যমে রাস্তার কাজ শুরু হয়। কিন্তু রাস্তা তৈরীর কাজে চক্রান্তের অভিযোগ তুলে কাজ বন্ধ করে দেয় স্থানীয় বিজেপি মেম্বারের স্বামী এবং এক বিজেপি নেতা বলে অভিযোগ। প্রতিবাদে গ্রামবাসীরা এবং ইংলিশ বাজার পঞ্চায়েত সমিতির সদস্যা ওই বিজেপি নেতা এবং বিজেপি মেম্বারের স্বামীকে ঘিরে বিক্ষোভ দেখায়।
যদিও এই বিষয়ে বিজেপি মেম্বারের স্বামীর বক্তব্য, এই রাস্তার দাবী দীর্ঘদিনের আমরাও চাই রাস্তা হোক। কিন্তু রাস্তার অজুহাত দিয়ে দুটি গাছ কেটে ফেলা হয়েছে। এরই প্রতিবাদ জানিয়েছিল তারা। কিন্তু সরকারি রাস্তা তৈরিতে বাধা দেওয়ার যেটা অভিযোগ করা হচ্ছে তা একেবারে ভিত্তিহীন। এদিকে এই ঘটনা ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে আজ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ইংলিশ বাজার থানার পুলিশ এবং বনদপ্তরের কর্মীরা। যৌথভাবে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ এবং বনদপ্তর।