
মাঝে অপেক্ষা আর কয়েকটা মাসের, তারপরেই আসন্ন রাজ্যে বিধানসভা নির্বাচন। চারদিকেই চলছে সাজ সাজ রব। তৎপর ভাবে কাজ করছে রাজনৈতিক দলগুলি। এই আবহে এবার সামনে আসছে তৃণমূলে রদবদলের খবর! শোনা যাচ্ছে, ফের দলের অন্দরে সাংগঠনিক রদবদল নিয়ে আলোচনা শুরু হয়েছে।
দাবি করা হয়েছে, চলতি সপ্তাহের মাঝামাঝি থেকেই জেলা সভাপতি পদে বদলের কাজ শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। বেশ কয়েক দফায় পিছিয়ে যাওয়া এই প্রক্রিয়ার দ্বিতীয় এবং তৃতীয় দফায় ব্লক স্তরে বদল হতে পারে। সাংগঠনিক জেলা সভাপতিদের নিয়ে পরিবর্তন করার কথা ভেবেছে তৃণমূল নেতৃত্ব।
২০২৪ সালে একুশে জুলাইয়ের সমাবেশ থেকে রদবদলের পরিকল্পনার কথা ঘোষণা করেছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। লোকসভা ভোটের ফলাফলের দিকে নজর রেখে সাংগঠনিক নেতৃত্বে নয়া মুখ আনতে অন্তত ১৫টি জেলাকে বেছে নেন দলের সেকেন্ড ইন কমান্ড। এরপর প্রায় এক বছর কেটে গেলেও এই প্রক্রিয়া সম্পন্ন হয়নি।