সম্প্রতি মহানগরীর বুকে এক উত্তাল পরিস্তিতির সৃষ্টি হয়েছে আরজি করে তরুণী চিকিৎসকের মৃত্যুর ঘটনায়। এই ঘটনায় সম্প্রতি হাসপাতালের আর্থিক দুর্নীতি মামলার তদন্তে তৃণমূল বিধায়ক তথা আরজি করের রোগী কল্যাণ সমিতির প্রাক্তন চেয়ারম্যান সুদীপ্ত রায়ের বাড়িতে হানা দিয়েছিল ইডি।
সিঁথির রোডের বাড়ির পাশাপাশি তাঁর নার্সিংহোম এবং হুগলির বাংলোতেও হানা দেয় কেন্দ্রীয় এজেন্সি। এবার তাঁকে তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এদিন দুপুরেই ইডি দফতরে হাজির হন তৃণমূল বিধায়ক। জানা যাচ্ছে, সুদীপ্তর বাড়ি থেকে তল্লাশি চালিয়ে তিনটি ফোন বাজেয়াপ্ত করা হয়েছিল।
সেগুলি খুলতেই তাঁকে আজ তলব করা হয়েছে। নিয়ম অনুযায়ী, তদন্তের জন্য বাজেয়াপ্ত করা মোবাইল ফোন ব্যবহারকারীর সামনেই খুলতে হয়। উল্লেখ্য, আরজি কর হাসপাতালে দুর্নীতি মামলায় ইতিমধ্যেই গ্রেফতার হয়েছেন প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ।