
তৃতীয়বার রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে ক্ষমতায় আসার পর থেকেই একাধিক প্রকল্প ঘোষণা করেছে মমতা সরকার। রাজ্যের সাধারণ মানুষের কথা ভেবেই এই প্রকল্পগুলো ঘোষিত হয়েছে। যার মধ্যে লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী অন্যতম। তবে আজ আরেকটি প্রকল্প নিয়ে আলোচনা করা হবে। জানা যাচ্ছে, সেই স্কিমে মহিলাদের ১০,০০০ টাকা দেওয়া হবে।
২১ থেকে ৬০ বছর বয়সি মহিলারা এই প্রকল্পের সুবিধা পাবেন। এই প্রকল্প পশ্চিমবঙ্গ নয়, বরং ওড়িশায় চালু হয়েছে। নাম রাখা হয়েছে সুভদ্রা যোজনা। ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি রাজ্যের মহিলাদের জন্য এই স্কিম শুরু করেছেন।
ওড়িশা সরকারের এই প্রকল্পে বার্ষিক দু’টি কিস্তির মাধ্যমে উপভোক্তাদের ১০,০০০ টাকা দেওয়া হয়। এই স্কিমে নাম লেখানো মহিলারা সদ্য প্রথম কিস্তির ৫০০০ টাকা পেয়েছেন। ওড়িশায় ইতিমধ্যেই সুভদ্রা যোজনার তৃতীয় ধাপের কাজ শুরু হয়ে গিয়েছে।