
বিগত বেশ কিছুদিন ধরে ক্রমাগত বদলে চলেছে রাজ্যের আবহাওয়া। কখনো বৃষ্টি কখনো রোদ ঝলমল করেছে। বাড়তে থাকা নাজেহাল করা গরমের মাঝেই আবার ঝড় সহ বৃষ্টিপাত। এই পরিস্থিতিতেই প্রবল বৃষ্টিপাতের কারণে মণিপুরে অন্তত ৩,৮০২ জন মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং ৮৮৩টি ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে।
সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে ইমফল পূর্ব জেলা, যেখানে রাজ্য রাজধানী ইমফলের বিস্তীর্ণ এলাকা এবং আশেপাশের অঞ্চলগুলি সম্পূর্ণভাবে জলের নিচে তলিয়ে গেছে। ইমফল ও ইরিল নদী-সহ একাধিক নদীর পানি উপচে পড়ায় খুরাই, হেইংগাং ও চেকন-এর মতো এলাকায় বাঁধ ভেঙে যায়।
ভারতীয় সেনা ও আসাম রাইফেলস পরিস্থিতি নিয়ন্ত্রণে উদ্ধার অভিযান চালিয়ে ইতিমধ্যেই ৮০০ জনের বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছে। রাজ্যজুড়ে ১২টি ভূমিধসের ঘটনা নথিভুক্ত হয়েছে। এই প্রাকৃতিক দুর্যোগে ২ জন আহত এবং ৬৪টি গৃহপালিত পশু মারা গেছে।