
খাস কলকাতায় সিবিআই অফিসারের পরিচয় দিয়ে তল্লাশির নাম করে ব্যবসায়ীর সোনার চেন নিয়ে পালালেন তিন যুবক! এর পরেই থানায় অভিযোগ দায়ের করেছেন ওই ব্যক্তি। পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যা নাগাদ ঘটনাটি ঘটেছে।
তিন যুবক কটন স্ট্রিটে এক ব্যবসায়ীর কাছে সিবিআই আধিকারিক পরিচয় দিয়ে আসেন। এর পরই তারা তল্লাশির নাম করে তাঁর ব্যাগ দেখতে চান। ব্যবসায়ীর ব্যাগটিতে বেশ কয়েকটি সোনার গহনা ছিল। তিন যুবক ‘তল্লাশি’র সময়েই কোনও ভাবে ব্যাগ থেকে সোনার চেনভর্তি একটি প্যাকেট সরিয়ে ফেলেন বলে তিনি অভিযোগ করেন।
অভিযোগকারী ব্যক্তি পুলিশকে জানিয়েছেন, প্যাকেটিতে প্রায় ৪০০ গ্রাম ওজনের ৫৪টি সোনার চেন ছিল, সব মিলিয়ে যার বর্তমান বাজারমূল্য প্রায় ৩৫ লক্ষ টাকার মত। চেনভর্তি প্যাকেটটি হাতানোর পরেই তিন যুবক এলাকা ছেড়ে চম্পট দেন। কিছু ক্ষণ পর ব্যাগ খুলে দেখতেই মাথায় হাত পড়ে যায় ব্যবসায়ীর। তড়িঘড়ি তিনি পোস্তা থানটীণ অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমেছে পুলিশ। তিন ভুয়ো সিবিআই আধিকারিকের খোঁজে তল্লাশি অভিযান শুরু হয়েছে ।