
বাংলা নববর্ষের প্রথম দিনেই রাজ্য জুড়ে ঝড়বৃষ্টির পূর্বাভাস। চলতি সপ্তাহে প্রায় প্রতিদিনই উত্তর ও দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে । ভিজতে পারে শহর কলকাতাও। মঙ্গলবার শহরের কোনও কোনও স্থানে বিক্ষিপ্ত ভাবে ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবার কিছু জেলাতে বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াও বইতে পারে । তবে আবহাওয়া অফিস জানিয়েছে, ঝড়বৃষ্টির পূর্বাভাস থাকলেও এখনই তাপমাত্রা খুব একটা পরিবর্তনের কোনও সম্ভাবনা নেই।
সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৪ ডিগ্রি সেলসিয়াস যা, স্বাভাবিকের চেয়ে ১.৬ ডিগ্রি কম এবং দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ১ ডিগ্রি কম। চলতি সপ্তাহে কলকাতা-সহ দক্ষিণের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে বলে জানা গেছে। কোথাও ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার দমকা হাওয়ার বেগও থাকতে পারে । মঙ্গল, বৃহস্পতি ও শুক্রবারের জন্য দক্ষিণের সব জেলাগুলিতেই বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে।
অপরদিকে বুধবার পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, এবং বীরভূমে সতর্কতা রয়েছে । শনিবারও বেশ কয়েকটি জায়গায় ঝড়বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর । অন্য দিকে, উত্তরবঙ্গের আট জেলাতেও বুধ ও বৃহস্পতিবারের জন্য হলুদ সতর্কতা জারি হয়েছে। ওইসব জেলাগুলিতে দমকা হাওয়ার বেগ ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার পর্যন্ত পৌঁছোতে পারে । বিহার এবং বাংলাদেশের উপর উচ্চচাপ বলয় থাকার কারণে বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে এই রাজ্যে। যার ফলে বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে বাংলায়। মঙ্গলবার, বছর শুরুর দিনেও সারাদিন অংশত মেঘলা থাকবে শহরের আকাশ। বিকেলের দিকে ঝড়বৃষ্টির পরিস্থিতিও তৈরি হতে পারে।