
ত্রিপুরায় অব্যাহত অনুপ্রবেশ সমস্যার বিরুদ্ধে কেন্দ্রের দৃঢ় পদক্ষেপের দাবিতে টিপ্রা মোথা পার্টির (টিএমপি) নেতা ডেভিড মুরসিং ২,৫০০ কিলোমিটার দীর্ঘ পদযাত্রা শুরু করেছেন। শনিবার আগরতলা থেকে শুরু হওয়া এই যাত্রার মূল লক্ষ্য—দিল্লির জন্তর মন্তরে গিয়ে স্মারকলিপি প্রদান এবং অনুপ্রবেশ মোকাবিলায় কঠোর ব্যবস্থা গ্রহণের অনুরোধ।
ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিলের (টিটিএএডিসি) জোনাল চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করা মুরসিং বলেন, “অনুপ্রবেশ ৭৫ বছর ধরে ত্রিপুরার জনসংস্কৃতি ও নিরাপত্তাকে হুমকির মুখে ফেলেছে। এটা শুধু একটি আঞ্চলিক বিষয় নয়—জাতীয় নিরাপত্তার বিষয়ও বটে।”
তিনি জানান, এই পদযাত্রা কোনো রাজনৈতিক স্টান্ট নয়, বরং একজন দায়িত্বশীল নাগরিক হিসেবে জাতীয় স্বার্থ রক্ষার ডাক। তাঁর এই যাত্রায় টিএমপি প্রধান প্রদ্যোৎ কিশোর দেববর্মা, যিনি ‘মহারাজা’ নামে বেশি পরিচিত, পূর্ণ সমর্থন দিয়েছেন এবং যাত্রার আগে আশীর্বাদও করেছেন।
উল্লেখ্য, টিপ্রা মোথা বর্তমানে ত্রিপুরার বিজেপি-নেতৃত্বাধীন জোট সরকারের শরিক। যদিও মুখ্যমন্ত্রী মানিক সাহা বারবার দাবি করেছেন, সীমান্তে নজরদারি বাড়ানোর ফলে ত্রিপুরা এখন আর অনুপ্রবেশকারীদের জন্য নিরাপদ নয়, তবে মুরসিং মনে করেন—অবস্থা সামাল দিতে আরও কার্যকর পদক্ষেপ দরকার।
এই যাত্রা কয়েক সপ্তাহ ধরে চলবে বলে আশা করা হচ্ছে। পথে পথে নানা সামাজিক সংগঠন ও রাজনৈতিক মহলের নজর আকর্ষণ করবে বলেই মনে করা হচ্ছে।