August 27, 2025
4

আসামের কামরূপ জেলায় রেললাইন পার হওয়ার সময় একটি ট্রেনের ধাক্কায় তিন মহিলা প্রাণ হারিয়েছেন। সোমবার ভোর ৫:২৫ নাগাদ কামাখ্যা-গোয়ালপাড়া রুটে এই দুর্ঘটনা ঘটে। রেল কর্তৃপক্ষ নিহতদের নাম প্রকাশ করেছে – রুমি দাস (৫৫), কোরাবি মালি (৬০) এবং উত্তরা দাস (৬০)।

উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ের প্রধান জনসংযোগ কর্মকর্তা কপিঞ্জল কিশোর শর্মা এই ঘটনা নিশ্চিত করে বলেন, ১৫৬৪৩ নম্বর ট্রেনটি বামুনিগাঁও এবং বোকো স্টেশনের মাঝে তাদের ধাক্কা দেয়। এই দুর্ঘটনার পর রেল কর্তৃপক্ষ সাধারণ মানুষকে আবারও সতর্ক করেছে। তারা অনুরোধ জানিয়েছে যে, দুর্ঘটনা এড়াতে অননুমোদিত এবং ঝুঁকিপূর্ণ স্থান দিয়ে রেললাইন পার হওয়া থেকে বিরত থাকুন। এই মর্মান্তিক ঘটনাটি রেললাইনে নিরাপত্তার প্রয়োজনীয়তাকে আবারও সামনে নিয়ে এসেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *