August 27, 2025
kol high court11

বিগত বেশ কিছুদিন ধরেই চলছিল মামলা, অবশেষে শোভন চট্টোপাধ্যায়ের সঙ্গে বিবাহ বিচ্ছেদ মামলায় সুপ্রিম কোর্টে বড় জয় পেলেন তৃণমূল বিধায়ক রত্না চট্টোপাধ্যায়। নিম্ন আদালত এবং কলকাতা হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিলেন তিনি।

শুনানিতে সুপ্রিম কোর্ট জানাল, রত্নার আবেদন মতোই বাকি পাঁচজনেরও সাক্ষ্য গ্রহণ করতে হবে নিম্ন আদালতকে। পাশাপাশি অগাস্ট মাসের মধ্যেই বিবাহবিচ্ছেদ মামলার নিস্পত্তি করতেও নির্দেশ দেয় শীর্ষ আদালত। এই মামলায় আগেই নিজের বক্তব্য আদালতকে জানিয়েছিলেন শোভন চট্টোপাধ্যায়।

সেই প্রেক্ষিতে গত শুনানির দিনই রত্নার বক্তব্য চেয়ে পাঠিয়েছিল সুপ্রিম কোর্টে বিচারপতি আসানুদ্দিন আমানুল্লা এবং বিচারপতি প্রশান্তকুমার মিশ্রের বেঞ্চ। সুপ্রিম কোর্টে তিনি বিচার পেয়েছেন। এর জন্য দেশের বিচারব্যবস্থাকেও ধন্যবাদ জানান রত্না চট্টোপাধ্যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *