
গোপন সংবাদের ভিত্তিতে আগরতলা রেলস্টেশন থেকে দুই বাংলাদেশি নাগরিককে আটক করেছে আগরতলা জিআরপি থানা। অভিযানে অংশ নেয় জিআরপি, আরপিএফ, বিএসএফ এবং গোয়েন্দা বিভাগের সদস্যরা। আটককৃতদের নাম গিয়াস উদ্দিন (২৬) ও মইনুদ্দিন (২৫)। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে, তারা অবৈধ উপায়ে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করে এবং তাদের গন্তব্য ছিল কলকাতা। তাদের ঠিকানা চট্টগ্রামের মিরসরাই উপজেলার ভূঁইয়া গ্রাম, পোস্ট অফিস আবুরহাট। গিয়াস উদ্দিনের পিতার নাম মৃত জামাল উদ্দিন এবং মইনুদ্দিনের পিতার নাম মৃত ফজলুল হক। জিআরপি থানার অফিসারদের দল তাদের জিজ্ঞাসাবাদ চালাচ্ছে। অনুমান করা হচ্ছে, এই মামলার সঙ্গে আরও কয়েকজন জড়িত থাকতে পারে। এ নিয়ে আগরতলা জিআরপি থানায় একটি মামলা গ্রহণ করা হয়েছে। আটককৃতদের আগামীকাল (২৪ জানুয়ারি, ২০২৫) আদালতে হাজির করা হবে বলে জানিয়েছে পুলিশ। তদন্তের স্বার্থে আরও গ্রেফতারির সম্ভাবনা রয়েছে।