April 19, 2025
kol 2

কলকাতা পুরসভার দু’টি দফতরকে ছুটির দিনেও চালু রাখার বিজ্ঞপ্তি ঘিরে বিতর্ক দানা বেঁধেছে। পুরসভা সূত্রে জানা গেছে ইদ উপলক্ষে ৩১ মার্চ জাতীয় ছুটি। পুরসভার কমিশনারের তরফে একটি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সেদিন পুরসভার ট্রেজ়ারি এবং অ্যাসেসর-কালেক্টর বিভাগ খোলা থাকবে। বিরোধীদের অভিযোগ, কয়েক মাস আগে পুরসভার স্কুলগুলির বিশ্বকর্মা পুজোর ছুটি কেটে ইদের ছুটি বাড়ানো্র পুর সভার বিজ্ঞপ্তি ঘিরেও প্রবল বিতর্ক হয়েছিল।

এ বিষয়ে মেয়র বলেন, পুরসভা জরুরি পরিষেবা দেওয়ার কাজ করে। কোভিডের সময়েও পুরকর্মীরা নিরবচ্ছিন্ন ভাবে কাজ করে গেছেন। ছুটির দিনে জঞ্জাল সাফাই, জল সরবরাহের মতো জরুরি পরিষেবা বন্ধ থাকলে নগরবাসী প্রবল সমস্যায় পড়বেন। ৩১ মার্চ ২০২৪-’২৫ আর্থিক বছরের শেষ দিন।  সে দিন অনেকেই করের টাকা জমা করেন। তাঁদের সুবিধার্থেই পুরসভা ওই দিন ট্রেজ়ারি অফিস খোলা রাখছে।

প্রসঙ্গত, সারা শহরে পুরসভার ২০টি ট্রেজ়ারি অফিসে প্রায় ১০০ জন কর্মী কাজ করেন। ৩১ মার্চ দু’টি দফতরই ন্যূনতম সংখ্যক কর্মী নিয়ে চলবে। এ বিষয়ে বিভাগীয় প্রধানেরা সিদ্ধান্ত নেবেন। উল্লেখ্য, শুধু ৩১ মার্চই নয়, ২৭ মার্চও রাজ্য সরকারের ছুটির দিনে পুরসভার ওই দু’টি দফতর চালু থাকবে বলেই পুর কমিশনারের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *