পুজোর মুখে ফের বিপুল পরিমাণে গাঁজা উদ্ধার করল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ। কোচবিহারের দিনহাটা থেকে শিলিগুড়িতে গাঁজা বিক্রি করতে এসে পুলিশের জালে ধরা পড়ে গেলো দুই যুবক। ধৃতরা হলো কোচবিহারের দিনহাটার বাসিন্দা লিটন ওরাও এবং জামির হোসেন।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত সোমবার রাতে গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে তিনবাত্তি মোড় এলাকায় অভিযান চালিয়ে ওই দুইজনকে গ্রেফতার করে পুলিশ। ধৃতদের হেফাজত থেকে উদ্ধার হয়েছে ২১কেজি গাঁজা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পোরেছে ক্যারিয়ারের কাজ করছিল ওই দুই যুবক। অর্থের বিনিময়ে কোচবিহার থেকে ওই গাঁজা শিলিগুড়ি পৌঁছে দিচ্ছিল। কিন্তু গোপন সূত্রে পুলিশের কাছে খবর আসা মাত্রই হাত বদলের আগেই তিনবাত্তি মোড় এলাকায় অভিযান চালিয়ে মিলে যায় সাফল্য। ধৃতদের বিরুদ্ধে এন ডি পি এস ধারায় মামলা রুজু করে বুধবার জলপাইগুড়ি আদালতে পাঠায় নিউ জলপাইগুড়ি থানার পুলিশ। ধৃতরা কার কাছ থেকে এই গাঁজা সংগ্রহ করেছিল এবং কাকে শিলিগুড়িতে ডেলিভারি করতে এসেছিল, তাদের চিহ্নিত করতে তদন্ত শুরু করেছে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ।