July 20, 2025
pst 8

কেন্দ্রের অংশীদারিত্ব কমাতে চলতি অর্থবছরে ১০ টাকা ফেস ভ্যালুর ২৭০ কোটি শেয়ার বিক্রি করে ২,৭০০ কোটি টাকা তুলতে চায় ইউকো ব্যাঙ্ক। শেয়ারবাজার নিয়ামক সংস্থা সেবির নিয়ম অনুযায়ী রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে কেন্দ্রের অংশীদারিত্ব ৭৫ শতাংশে নামিয়ে আনতে হবে।

চলতি অর্থবছরের শেয়ার বিক্রির মাধ্যমে সেই নির্ধারিত সীমায় পৌঁছনো যাবে বলেই মনে করছে ইউকো ব্যাঙ্ক। সোমবার জানুয়ারি-মার্চ ত্রৈমাসিকের আর্থিক ফলাফল প্রকাশ করে এ কথা জানান ব্যাঙ্কের এমডি ও সিইও অশ্বিনী কুমার।

এদিন অশ্বিনী বলেন, ‘গত অর্থবছরে কিউআইপি (কোয়ালিফায়েড ইনস্টিটিউশনাল প্লেসমেন্ট) মারফত বাজার থেকে ২ হাজার কোটি টাকা তোলা হয়েছে। চলতি অর্থবছরে ব্যাঙ্কে সরকারি অংশীদারিত্ব আরও কমিয়ে আনতে ১০ টাকা ফেস ভ্যালুর ২৭০ কোটি শেয়ার বিক্রি করার পরিকল্পনা নেওয়া হয়েছে।’

২০২৪-২৫ অর্থবছরের জানুয়ারি-মার্চে ইউকো ব্যাঙ্কের নিট মুনাফা তার আগের বছরের একই সময়ের তুলনায় প্রায় ২৪ শতাংশ বেড়ে ৬৬৫.৭২ কোটি টাকা হয়েছে। তার আগের অর্থবছরের শেষ ত্রৈমাসিকে ব্যাঙ্কটি ৫৩৭.৮৬ কোটি টাকা নিট মুনাফা করেছিল। গত অর্থবছরের জানুয়ারি-মার্চে ব্যাঙ্কটির মোট ৮,১৩৬ কোটি টাকা আয় হয়েছে। গত তিন মাসে ব্যাঙ্কটির নিট অনাদায়ী ঋণের পরিমাণ এক বছর আগের ৩.৪৬ শতাংশ থেকে কমে ২.৬৯ শতাংশ হয়েছে।

অশ্বিনী বলেন, ‘চলতি অর্থবছরে ব্যাঙ্কের তথ্যপ্রযুক্তি ব্যবস্থার উন্নয়নে ১ হাজার কোটি টাকার বেশি বিনিয়োগের পরিকল্পনা নিয়েছে পরিচালন পর্ষদ। ইতিমধ্যেই হোয়াটসঅ্যাপের মাধ্যমে ৪৩টি পরিষেবা শুরু করা হয়েছে। মোবাইল ব্যাঙ্কিং ১০০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২৫০টি ব্যাঙ্কের শাখা পুনর্গঠন ও উন্নয়নের জন্য চিহ্নিত করেছি আমরা।’

দেশের এমএসএমইগুলির কাছে আর্থিক সহায়তা পৌঁছে দিতে সারা দেশে ৫৫-টি এমএসএমই হাব খুলেছে ইউকো ব্যাঙ্ক। প্রয়োজনে আরও কেন্দ্র খোলা হবে বলে তিনি জানান।

২০২৩-২৪ অর্থবছরে বকেয়া ৪,৪২৯ কোটি টাকা আদায় করেছিল ইউকো ব্যাঙ্ক। গত অর্থবছরে ৩ হাজার কোটি টাকা আদায়ের লক্ষ্যমাত্রা নিলেও ৪,৪০০ কোটি টাকা আদায় হয়েছে।

অশ্বিনী বলেন, ‘চলতি অর্থবছরে বকেয়া ঋণ বাবদ ২,২০০-২,৫০০ কোটি টাকা আদায়ের লক্ষ্য রয়েছে।’ এমএসএমইগুলিকে আর্থিক সহায়তা দিতে ১১-টি নতুন প্রকল্প শুরু করেছে ইউকো ব্যাঙ্ক। এর জন্য ফিনটেক এবং এনবিএফসি মিলিয়ে সাতটি কো-লেন্ডিং পার্টনারের সঙ্গে গাঁটছড়া বেঁধেছে তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *