April 18, 2025
FOOT 2

হারের ধাক্কা সামলাতে পারেননি ফেনেরবাচের কোচ হোসে মোরিনহো। তুরস্কের ডার্বিতে গালাতাসারের কাছে হারের পর সেই দলের কোচকেই আক্রমণ করলেন পরাজিত ফেনেরবাচের কোচ মোরিনহো। এই ঘটনায় মাঠে উত্তেজনা ছড়ায় এবং পরিস্থিতি সামলাতে হিমশিম খেতে হয় নিরাপত্তারক্ষীদের।

গালাতাসারে ও ফেনেরবাচে তুরস্কের কাপ প্রতিযোগিতার কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হয়েছিল। ২-১ গোলে জেতে গালাতাসারে। খেলা শেষে যখন কোচ ওকান বুরুক মাঠ ছেড়ে বার হচ্ছেন তখন মোরিনহো আচমকা তাঁর কাছে যান এবং ডান হাত দিয়ে বুরুকের মুখ চেপে ধরেন। তাঁর নাকে আঘাত করেন। মুখ ধরে মাঠে শুয়ে পড়েন বুরুক।

নিরাপত্তারক্ষীরা সঙ্গে সঙ্গে সেখানে উপস্থিত হন এবং পৌঁছে যান দু’দলের ফুটবলারেরাও। পরিস্থিতি সামলাতে হিমশিম খেতে হয়। গোটা ম্যাচ জুড়েই উত্তাপ ছড়িয়ে পরে। শেষ পর্যন্ত ৯২ মিনিটের মাথায় তিন তিনটি লাল কার্ড দেখাতে হয় রেফারিকে। ফেনেরবাচের এক ও গালাতাসারের দুই ফুটবলারকেও লাল কার্ড দেখানো হয়। চেলসি, রিয়াল মাদ্রিদ, ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের প্রাক্তন কোচ মোরিনহো গত বছরই তুরস্কের ক্লাব ফেনেরবাচের দায়িত্ব নিয়েছেন। ফেব্রুয়ারি মাসে গালাতাসারের বিরুদ্ধে ম্যাচ চলাকালীন মোরিনহোর বিরুদ্ধে বর্ণবিদ্বেষী মন্তব্য করার অভিযোগ উঠেছিল। গালাতাসারের সেই অভিযোগের পর চার ম্যাচ নির্বাসিত এবং জরিমানাও করা হয়েছিল তাঁকে। এখন দেখার, এরপর মোরিনহোর বিরুদ্ধে কী পদক্ষেপ গ্রহণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *