July 20, 2025
2 (2)

ত্রিপুরার শাসক বিজেপি দলের বিধায়ক বাটি নিয়ে বসে আছেন। কারণ বৃষ্টি আসলেই বাটি নিয়ে বসতে হয়। যেমন একটি কবিতা আছে বৃষ্টি পড়ে টাপুর টুপুর! নদে এলো বান! হ্যাঁ ঠিকই বৃষ্টি আসলে বৃষ্টি পড়ে তবে ঘরের ভিতরে। এটি কোন ছনের ঘরও নয় এবং টিনের ঘরও নয়। এটি ত্রিপুরা রাজ্যের বিধায়কদের আবাসন।

বিধায়ক প্রমুদ দুই আঙ্গের ঘরে ছাদ ছুঁয়ে পড়ছে বৃষ্টির জল। এমনই চিত্র দেখা গেল। আর এই বৃষ্টির জল আটকাতে বাটি নিয়ে বসে আছেন বিধায়ক নিজে। উল্লেখ্য এই বিধায়ক আবাসন টি নতুন বানানো হয়েছে। ২০২৩ সালে দ্বিতীয়বারের মতো ক্ষমতায় আসার পর বিজেপি সরকার এই বিধায়ক আবাসন টি নতুন বানিয়েছিলেন রাজ্যের বিধায়কদের জন্য।

তবে এই বিধায়ক আবাসনে শুধু রাজ্যের বিধায়করাই থাকেন। মন্ত্রীরা অন্য জায়গায় সরকারি বাসভবনে থাকেন। বিধায়ক প্রমোদ রিয়াং এর প্রশ্ন যদি এই দুই বছরের মধ্যেই নতুন আবাসনের ছাদ ছুঁয়ে জল পড়ে তাহলে কতটুকু নিম্নমানের কাজ হয়েছে।  বিধায়ক আবাসন যে ঠিকাদাররা বানিয়েছেন সরকার কি এই ঠিকাদারের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *